জাতীয়বাংলাদেশলিড নিউজ

গাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬, আহত ৬

এবিএনএ : গাজীপুরে বাস ও লেগুনার মধ্যে সংঘর্ষে এক নারীসহ ৬ যাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের আউটপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এসময় আরও ছয় যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৭টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী একটি লেগুনা যাত্রী নিয়ে আউটপাড়া এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এক নারী, লেগুনা চালকসহ ৬ জন নিহত এবং আরও ৬ জন আহত হন।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ইমরান হোসেন জানান, আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share this content:

Back to top button