এবিএনএ : গাজীপুরের সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নান শুক্রবার রাতে আবার গ্রেফতার হয়েছেন। গাজীপুর মহানগরীর সালনা এলাকার বাড়ি থেকে ঢাকার বাসায় ফেরার পথে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গাজীপুরের মৌচাক এলাকার ভানারা নামক স্থান থেকে গ্রেফতার করে। একই সঙ্গে খালেক ডিলারসহ আরো সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নতুন এবং পুরাতন নাশকতার মামলায় মেয়র মান্নানকে গ্রেফতার করা হয়েছে। রাত ১১ টার দিকে তাকে জয়দেবপুর থানায় আনা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, জুম্মার নামায আদায় করতে মেয়র মান্নান শুক্রবার সকালে গ্রামের বাড়ি সালনায় আসেন। এ সময় ডিবি পুলিশের একটি দল তার পিছু নেয়। টের পেয়ে মেয়র ঢাকায় ফেরার পথে মৌচাক এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
নাশকতার মামলায় গ্রেফতার হয়ে প্রায় ১৩ মাস জেল হাজতে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে তিনি গত ২ মার্চ কারাগার থেকে মুক্তি পান। গত ১১ এপ্রিল বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের করা সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে। ১৩ এপ্রিল আপিল বিভাগও উচ্চ আদালতের আদেশ বহাল রাখে। আগামী রবিবার তাঁর মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের কথা ছিল।