এবিএনএ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করার কর্মসূচি থাকলেও পুলিশী বাধায় তা করতে পারেনি দলটি। তবে মিছিল করতে না পারলেও কঠোর দাঙ্গা পুলিশ প্রহরা, জলকামান, রায়টকার পরিবেস্টিত অবস্থায় নয়া পল্টনে সমাবেশ করেছে বিএনপি।
তিনি বলেন, ১৬ কোটি মানুষের নয়নের মনি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের ঘোষিত কর্মসূচি ছিলো বিক্ষোভ মিছিল। এতে পুলিশ বাধা দিয়েছে, নেতাকর্মীদের গ্রেফতার করেছে, কার্যালয়ের সামনে ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। সরকার মনে করেছে- এভাবে দমন-নিপিড়ন-বাধা দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে। জনগণের যে প্রাণের দাবি তাকে বাধাগ্রস্ত করবে। কিন্তু তারা ভুলে গেছে এভাবে দমন-পীড়ন চালিয়ে কখনও ক্ষমতায় থাকা যায় না। জনগণের ন্যায্য দাবিকে কখনও দমন নিপীড়ন করে দমন করা যায় না।
সমাবেশে স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিন উন নবী খান সোহেল, বিএনপি নেতা অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, প্রকৌশলী ইশরাক হোসেন,আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।
Share this content: