এবিএনএ : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুই আবেদন জমা নিয়েছেন আদালত।
আগামীকাল বুধবার আবেদন দুটির শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আবেদন দুটি হলো : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত ও এই মামলায় তদন্তকারী কর্মকর্তা হারুন-অর-রশীদের পুনরায় সাক্ষ্যগ্রহণের বিষয়ে নিম্ন আদালত যে আদেশ দিয়েছেন তা বিরুদ্ধে রিভিশন।
খালেদার আবেদন দুটি আজ মঙ্গলবার আদালতে জমা দিতে যান তার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ব্যারিস্টার জাকির হোসেন। এ সময় দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। পরে দুদকের আইনজীবী বলেন, খালেদা জিয়ার আবেদন দুটি আদালত জমা নিয়েছে। আগামীকাল শুনানির জন্য কার্যতালিতায় আসবে। একই কথা বলেছেন খালেদার আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলার অপর আসামিরা হলেন : খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।