

এবিএনএ : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমিতে আয়োজিত নারী অধিকার বিষয়ক চেঞ্জমেকার জাতীয় সম্মেলন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।কামাল বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। আইন অনুযায়ী তার (খালেদা জিয়া) ব্যবস্থা হবে। গ্রেপ্তারি পরোয়ানাটা আমাদের কাছে এসে যখন পৌঁছে যাবে, তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মিয়ানমার সফরে তিনি রোহিঙ্গা ও সীমানা সংকট বিষয়ে আলোচনা করবেন।আয়োজকরা জানান, দেশের ৪৮টি জেলায় পারিবারিক নির্যাতন বন্ধে ‘আমরাই পারি’ নামক কার্যক্রমে ১০ লাখের বেশি পরিবর্তনকামী মানুষ যুক্ত রয়েছে।বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত ৯ অক্টোবর বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিন বেগম। এ ছাড়া ১২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঢাকার দুটি আদালত তিন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঢাকা মহানগর হাকিম নূর নবী মানহানির মামলায় এবং বিশেষ আদালতের বিচারক ড. আক্তারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট পৃথক মামলায় পরোয়ানা জারি করেন।