
এবিএনএ : বাগেরহাটে বিশিষ্ট সাধক ও ধর্মপ্রচারক খানজাহান (রহ.) আলীর মাজার প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক মেলা।
চৈত্র মাসের পূর্ণিমাকে ঘিরে এ মেলা শুরু হয়। প্রতিবছরের মতো এবারও মেলা ঘিরে গতকাল রোববার সন্ধ্যা থেকে হাজার হাজার ভক্ত মাজার, দিঘি, ষাটগুম্বজ মসজিদ ও ঘোড়া দিঘিরপাড় এলাকায় সমবেত হতে শুরু করেন।
ষাটগুম্বজ মসজিদ প্রাঙ্গণে শুরু হয়েছে ধর্মীয় আলোচনা সভা ও ওয়াজ মাহফিল। চট্টগ্রামের বায়তুশ শরফের পীরসাহেব শাহ মোহাম্মদ কতুব উদ্দিন মেলায় ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।
মেলা উপলক্ষে মাজার প্রাঙ্গণে বসেছে বাঁশ-বেতের কারুশিল্প ও বিভিন্ন ধরনের খাবার দোকান।
প্রতিবছরের মতো এখানে লক্ষাধিক পর্যটকের সমাগম হবে বলে ধারণা করছে মেলা উদযাপন কমিটি। এদিকে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।
Share this content: