
এবিএনএ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, টিকা কার্যক্রমে বাংলাদেশ রোল মডেল। কোভিড নিয়ন্ত্রণে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান ও বিশ্বের মধ্যে ৫ম স্থান অধিকার করেছে। দেশে কোভিড নিয়ন্ত্রণের কারণে সবকিছু স্বাভাবিক রয়েছে, অর্থনৈতিক ও চিকিৎসা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। এছাড়া স্বাভাবিক রয়েছে শিক্ষা ব্যবস্থাসহ দৈনন্দিন জীবনযাত্রা। আমরা বাংলাদেশের জনগণকে আরো ভালো রাখতে চাই।
আজ দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ ভ্যাক্সিনেশন সপ্তাহ উদযাপন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে ১২ কোটি ৮৭ লক্ষ প্রথম ডোজ টিকা দিয়েছি, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ কোটি ৭৭ লক্ষ এবং বুস্টার ডোজ প্রায় দেড় কোটি মানুষকে দেওয়া হয়েছে। এবার প্রায় ১ কোটি মানুষের মাঝে ১৬৯৫০ টি কেন্দ্রে এ বুস্টার টিকাদান কার্যক্রম চলবে। সবগুলি ডোজ গ্রহণকারীর মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জেলা প্রশাসন মুহাম্মদ আবদুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়মী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সহ-সভাপতি মো. রমজান আলী, আবদুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ।
Share this content: