আমেরিকালিড নিউজ

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প

এবিএনএ : যুক্তরাজ্যের সঙ্গে ‘খুব শিগগিরই’ একটি বাণিজ্য চুক্তি করার বিষয় প্রত্যয় ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লন্ডন সফর করে বিষয়টি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
শনিবার জার্মানির হামবার্গে জি-২০ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তেরেজা মের সঙ্গে বৈঠকে ট্রাম্প এমন প্রত্যয়ের কথা জানান।
বাণিজ্য চুক্তিটি সম্পদানের জন্য দু’দেশের মধ্যে কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বৈঠক সূত্রে জানা যায়।
২৮ জাতি-গোষ্ঠীর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে আসার বিষয়টি সামনে রেখে এবং ব্রিটেনের বাণিজ্য শর্তাবলি পুনর্বিবেচনা করে যক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপদ একটি বাণিজ্য চুক্তি করার বিষয়টি ভাবছেন তেরেজা মে।
বাণিজ্য চুক্তিটির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটেনের রাজধানী পরিদর্শনের কথা জানিয়েছেন। তবে সেটা কবে নাগাদ পরিদর্শনে যাবেন সে বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

Share this content:

Related Articles

Back to top button