জাতীয়বাংলাদেশলিড নিউজ

কালকিনিতে প্রেমে সাড়া না পেয়ে স্কল ছাত্রীকে ছরিকাঘাতে হত্যা: ঘাতক মিলন আটক

এ বি এন এ : প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় মিতু (১৬) নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে মিলন মন্ডল নামের এক বখাটে।গতকাল রবিবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার নবগ্রাম এলাকার আলিসা কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে এবং ঘাতক বখাটে মিলন মন্ডল (১৮) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, নবগ্রাম এলাকার আলিসা কান্দি গ্রামের নির্মল মন্ডলের মেয়ে নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর মিতু স্কুলে আসার সময় একই গ্রামের বিরেন্দ্র নাথ মন্ডলের বখাটে ছেলে মিলন মন্ডল নিয়মিত প্রেম নিবেদন করে আসছিল। কিন্তু স্কুল ছাত্রী মিতু তা প্রত্যাখ্যান করায় সে ক্ষিপ্ত হয়ে স্কুলে আসার সময় ১০টায় পথিমধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় গ্রামবাসী বখাটে মিলন মন্ডলকে আটক করে পুলিশে সোপার্দ করে। অপরদিকে ছুরিকাঘাতে আহত ছাত্রী মিতুকে চিকিৎসার জন্য নেয়ার পথে সে মারা যায়। ডাসার থানার ওসি এমদাদুল হক জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button