জেদ্দায় ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ’র মিলন মেলা

সাম্প্রতিক সৌদি আরবের জেদ্দা নগরীর হামাদানিয়া সেন্টারে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সৌদি আরব শাখা আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ সৌদি আরব শাখার সভাপতি হাফিজ হেলাল আহমদ এর সভাপতিত্বে ও সহ প্রচার সম্পাদক নাজমুল হাসান এর সন্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও সৌদি আরব প্রবাসী আহমদ আলী, আব্দুল গফুর। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নিয়াজ মুর্শেদ, কমিউনিটি নেতা আব্দুল আহাদ। অনুষ্ঠানে শাখার সহ সভাপতি মাওলানা ইমাম উদ্দিন এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সৌদি আরব শাখার সহ সভাপতি খলিলুর রহমান, জইন উদ্দিন বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতাসমীর উদ্দিন, ইমাম উদ্দিন, আব্দুস সালাম, জয়নাল আবেদীন, আবু তাহের, আবুল হোসেন, পাবেল আহমদ, জাহাঙ্গীর আলম, করিম উদ্দিন, জুনেদ আহমদ, সাদিক আহমদ, রুবেল আহমদ, আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠান সফল ও স্বার্থক করায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সহ সবাই কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন, সহ সভাপতি আব্দুল্লাহ মেম্বার, ছদরুল ইসলাম, জহির উদ্দিন, সেক্রেটারি জেনারেল এম নাসির উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল এম এ মান্নান, আনিস রহমান, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ পারভেজ, সহ সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ শাহীন, আফাজ উদ্দিন, ইমাম উদ্দিন, অর্থ সম্পাদক হানিফ উদ্দিন, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, আব্দুল হান্নান সহ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিডিও বার্তায় আলোচনায় অংশ নেন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও অনুষ্ঠান ম্যানেজমেন্ট কমিটির প্রধান সমন্বয়ক মালয়েশিয়া প্রবাসী আমির উদ্দিন।
Share this content: