এবিএনএ: আলোচিত মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ ২০২০’ খেতাবপ্রাপ্ত মেঘনা আলম জামিনে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) জাহাঙ্গীর কবির।
এর আগে, সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে নারী বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। মেঘনা আলমের বিরুদ্ধে রাজধানীর ধানমণ্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করা হয়।
জানা যায়, গত ১০ এপ্রিল মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। তবে পরবর্তীতে তার আটকাদেশ বাতিল হলে ১৭ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত মামলায় তাকে গ্রেফতার দেখান।
মামলার অভিযোগে বলা হয়, মেঘনা আলম, দেওয়ান সমির, সানজানা এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা সুন্দরী তরুণীদের মাধ্যমে বিদেশি কূটনীতিক ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করতেন। এই চক্রটি ভুয়া সম্পর্ক স্থাপন করিয়ে পরে সম্মানহানির ভয় দেখিয়ে চাঁদা দাবি করত।
প্রতারণার কৌশল হিসেবে, মেঘনা তার প্রতিষ্ঠানে স্মার্ট তরুণীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিতেন, যাতে তারা সহজে টার্গেট ব্যক্তিদের কাছে পৌঁছাতে পারে। এই প্রক্রিয়ায় বিদেশি কূটনীতিক ও প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।
Share this content: