
এবিএনএ : শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভয়েস অব ডেমোক্রেসি (ভিওডি)আয়োজিত”গ্রহণযোগ্য নির্বাচন ও বেগম খালেদা জিয়ার প্রস্তাবনা”শীর্ষক আলোচনা সভায়
নির্বাচন কমিশন পূর্নগঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাবনা দিয়েছে সেখানে অনেক ভাল ভাল কথা রয়েছে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের নিজেই স্বীকার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম বলেন,”নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব দেওয়ার সাথে সাথেই ওবায়দুল কাদের বলেছিলেন অন্ত:স্বারশূন্য।তার পর বিভিন্ন আলোচনা সভায় তিনি বলেছেন এত ভাল প্রস্তাব গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা,গাছ কাটার,সময় কোথায় ছিল।এর মধ্য দিয়ে তিনি নিজেই স্বীকার করেছেন খালেদা জিয়ার প্রস্তাবটি ভাল।
খালেদার প্রস্তাব দেশের রাজনীতিতে চমৎকার সুযোগ এনে দিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন,”তার প্রস্তাবটি আমরা ঐক্যমতের ভিত্তিতে আলোচনা সমালোচনা করার মধ্য দিয়ে একটি স্বাধীন সুষ্ঠ নির্বাচনের পরিকল্পনা করতে পারি।
বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন,”এরা ছিল অথর্ব্য মেরুদন্ডহীন,এমন নির্বাচন কমিশন দিয়ে কখনও সুষ্ঠ নির্বাচন আশা করা যায় না।ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রত্যেকটি নির্বাচনে তারা সরকারী দলের বিজয়ের বাহন হিসেবে কাজ করেছে।
গণতন্ত্র ধ্বংস নয় পুণ:প্রতিষ্ঠা করাই হল খালেদা জিয়ার ইতিহাস বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান রিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন,নিপুন রায় চৌধুরী,জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
Share this content: