
এবিএনএ : মার্কিন নারী কংগ্রেস সদস্যরা যে দেশ থেকে এসেছেন তাদের সেখানেই ফিরে যেতে বলেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই বিতর্কিত টুইটের পর সমালোচনার ঝড় বইছে মার্কিন রাজনীতিতে।
নারী সদস্যদের প্রতি ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ডেমোক্রেট পার্টি। বলছে, এটি সাম্প্রদায়িক মন্তব্য। তবে কোনো বিশেষ সদস্যের নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, তীব্র সমালোচক হিসেবে পরিচিত চার নারীকে কংগ্রেস সদস্যকে লক্ষ্য করেই এমন ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প।
তারা হলেন, নিউইয়র্কের আলেকজান্দ্রিয়া ওকাসিয়া কর্টেজ, মিনেসোটার ইলহান ওমর, ম্যাসাচুসেটসের আয়ানা প্রিসলি এবং ফিলিস্তিনি বংশদ্ভূত মিশিগানের রশিদা তালিব। ট্রাম্পের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন কংগ্রেস স্পিকার ন্যান্সি পোলেসি।
Share this content: