এবিএনএ : লস এঞ্জেলসের ওয়্যারেবল আর্ট গালা অনুষ্ঠানে জনপ্রিয় পপ তারকা বিয়ন্সেকে দেখা গেল বিশাল সোনালী রঙের পোশাকে। শনিবার এই আর্ট গালা অনুষ্ঠানে বিয়ন্সেকে মানবিক পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। যদিও বিয়ন্সের পাশাপাশি তাঁর শাশুড়িকেও একই সম্মান দেওয়া হয় এই অনুষ্ঠানে।
তবে আর্ট গালায় সবচেয়ে আলোচনার বিষয় ছিল বিয়ন্সের পোশাক। সোনালী রঙের পোশাকটি পুরোটাই ছিল ধাতবের তৈরি যা নেমেছে পুরো পা পর্যন্ত। সোনার সুতোয় কাজ করা এই পোশাকের সঙ্গে সামঞ্জস্য রয়েছে বিয়ন্সের ৬ বছরের কন্যা ব্লু আইভির পোশাকের সঙ্গে।
ভারতীয় ডিজাইনার ফাল্গুনি ও শেন পিকক বিয়ন্সের জন্য এই পোশাকটি তৈরি করেছেন। বিয়ন্সের মেয়ের পোশাকও অনেকটা একই রকম। কিন্তু সেটা অবশ্য একটু চকচকে এবং মসৃণ।