এবিএনএ : স্টাইলিশ পোশাক ও শরীরের গঠনের জন্য শুরু থেকেই আলোচিত হয়েছেন জনপ্রিয় তারকা কিম কার্দাশিয়ান। এছাড়াও নগ্ন কিংবা অর্ধনগ্ন সেলফি ও ফটোশুটের কারণেও তিনি ব্যাপকভাবে আলোচিত। তবে এবার অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছেন কিম। বিজ্ঞাপন বা টেলিভিশন শোতে নয়, বুক খোলা পোশাকে জনসমক্ষে রাস্তায় হেঁটেছেন কিম।
৩৬ বছর বয়সী কিম সেদিন তার স্বামী কাইনি ওয়েস্টের সঙ্গে বেরিয়েছিলেন। পরনে ছিল নেটের কালো পোশাক। কিন্তু বুক ছিল প্রায় খোলা। ভেতরে ছিল না অন্তর্বাস। কিমকে এই অবস্থায় দেখে অবাক হয়েছেন অনেকে। তাকে এই লুকে দেখার পর ফটোশিকারীদের মাঝে সাড়া পড়ে যায়। ঝটপট ক্যামেরাবন্দি করে ফেলা হয় খোলামেলা কিমকে।