বিনোদনলিড নিউজ

একশ’র মধ্যে একমাত্র ভারতীয় সিনেমা ‘গ্যাঙস অব ওয়াসিপুর’

এবিএনএ: ২০০০ সাল থেকে এখন পর্যন্ত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে থেকে সেরা একশ সিনেমার তালিকা প্রকাশ করেছে ‘দ্য গার্ডিয়ান’। নামকরা আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ প্রকাশ করেছে এখন পর্যন্ত একবিংশ শতাব্দীর সেরা সিনেমা। সেই তালিকায় ভারতীয় উপমহাদেশের একমাত্র সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ভারতের ছবি ‘গ্যাঙস অব ওয়াসিপুর’। ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ। ছবিটি স্থান করে নিয়েছে তালিকার উনষাট নম্বরে। এ খবরে খুশির সঙ্গে কিছুটা অখুশিও হয়েছেন অনুরাগ। তিনি টুইটারে লিখেছেন, আমার পরিচালিত সিনেমা তালিকায় আছে এজন্য আমি নিশ্চয়ই খুশি। কিন্তু এটা আমার তালিকা নয়। কারণ আমার অনেক প্রিয় সিনেমা রয়েছে ‘গ্যাঙস অব ওয়াসিপুর’র নম্বরের নিচে। তালিকার প্রথম স্থান নিয়েছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘দেয়ার উইল বি ব্লাড’, দ্বিতীয় স্থানে আছে ‘টুয়েলভ ইয়ার্স এ স্লেভ’, মুক্তি পায় ২০১৩ সালে। আর ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘বয়হুড’ ছবিটি আছে তিন নম্বরে।

Share this content:

Related Articles

Back to top button