এবিএনএ : গত ২১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটনি অভিনীত ছবি ‘বাগী ২’এর ট্রেলার। এই ছবির জন্য কয়েক মাস ধরে বিশেষ প্রস্তুতি নিয়েছেন টাইগার। অ্যাকশন ওয়ার্কশপের পাশাপাশি চলেছে বিশেষ ওয়ার্কআউট। ছবির পোস্টার থেকে ট্রেইলারের বেশ কিছু মুহূর্ত দেখে অনেকেরই বক্তব্য, হলিউড লিজেন্ড সিলভেস্টার স্ট্যালোন-এর ‘র্যাম্বো’ লুকটি মাথায় রেখেই চলেছে প্রস্তুতি। বাগী ২ ছবিটি তেলেগু ছবি ‘ক্ষণম’এর হিন্দি রিমেক বলে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু ট্রেইলারটি মুক্তি পাওয়ার পরে দেখা গেল হলিউড অ্যাকশন থ্রিলারের ধাঁচেই সাজানো হয়েছে ‘বাগী ২’। টাইগার-দিশা ছাড়াও ছবিতে রয়েছেন রণদীপ হুদা, মনোজ বাজপেয়ী ও শ্রদ্ধা কপূর। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রতীক বব্বরকে। ইউটিউবে মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেন্ডিং তালিকায় দ্রুত উপরে উঠে আসে এই ট্রেইলার। সোশ্যাল মিডিয়াতেও প্রায় ভাইরাল হতে চলল বলা যায়। একদিনে শুধুমাত্র ইউটিউবেই ১৪ লাখ ভিউ ছাড়িয়েছে।