খেলাধুলালিড নিউজ

৬ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

এবিএনএ : ছয় উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া। দিনের শুরুতে স্মিথের ইউকেট হারিয়ে চাপে পড়ে অসিরা।এর পর রেনশ এবং হ্যান্ডসকম্ব ভালোই জবাব দিচ্ছিলেন। এই জুটি ৭১ রান যোগ করেন।পরে হ্যান্ডসকম্বকে আউট করে জুটি ভাঙেন তাইজুল। পরে দলিয় ১১৭ রানে রেনশকে ফেরান সাকিব।
শেষ খবর পাওয়া পর্যন্ত অসিদের সংগ্রহ ৩৬ ওভারে ৬ উইকেটে ১২৩ রান । ম্যাক্সওয়েল ৮ ও ম্যাথু ওয়েড ৫ রান নিয়ে অপরাজিত আছেন। মিরাজ ২, সাকিব ২ ও তাইজুল নিয়েছেন ১ উইকেট।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ২৬০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে তিন উইকেটে ১৮ রান করে প্রথম দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া।

Share this content:

Back to top button