আইপিএলে দায়িত্ব পালনকালে মারা গেলে জনপ্রিয় ধারাভাষ্যকার
এবিএনএ : বুধবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স। পরের দিনই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে জমজমাট আইপিএল মঞ্চকে স্তব্ধ করে দিল এই খবর।
ডিন জোনসের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে স্টার স্পোর্টস । তারা লিখেছে, ‘অতীব দুঃখের সঙ্গে আমরা ডিন জোন্সের মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই, এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়াতে চাই আমরা। প্রয়োজনীয় কার্যক্রমের ব্যাপারে আমরা অস্ট্রেলিয়ান হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।’
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চলতি আইপিএলে স্টার স্পোর্টস কমেন্ট্রি প্যানেলের হয়ে মুম্বাইয়ের একটি সেভেন স্টার হোটেলে সুরক্ষিত থেকে ধারাভাষ্য দিয়ে যাচ্ছিলেন ডিন জোন্স। বৃহস্পতিবার রাত ৮টায় পাঞ্জাব ও বাঙ্গালোরের ম্যাচে ধারাভাষ্য দেয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। এর মাঝে হোটেলের লবিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ হার্ট অ্যাটাক হয় তার। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। ডিন জোনসের এই হঠাৎ মৃত্যুতে বিস্মিত ও শোকাহত ক্রিকেটবিশ্ব।
Share this content: