এবিএনএ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব। রোববার লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইমরান খান কোনো রাজনীতিবিদ নন, তিনি একজন সন্ত্রাসী। ইমরান খানের জামান পার্ক বাসভবন সন্ত্রাসীদের একটি বাঙ্কার এবং পেট্রোল বোমা তৈরির ল্যাবরেটরি।
ইমরান খান পাকিস্তানে আবারও গৃহযুদ্ধ শুরুর পায়তারা করছেন বলেও অভিযোগ তুলেছেন মরিয়ম আওরঙ্গজেব। তিনি অভিযোগ করেন, ইমরান খান ক্ষমতা হারিয়ে পাগল হয়ে গেছেন, এখন রাজনৈতিক সন্ত্রাসী থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হামলাকারী সন্ত্রাসী হয়েছেন। গত বছর পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) সরকার ক্ষমতায় আসার পর ইমরান খানকে গ্রেফতার করার ক্ষমতা ও কর্তৃত্ব ছিল। কিন্তু আমি চাইনি ইমরান খান আরেকটি ‘ভিকটিম কার্ড’ খেলার সুযোগ পাক।
মরিয়ম বলেন, ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতি ও তোশাখানা উপহার চুরিসহ যেসব মামলা দায়ের করা হয়েছিল তার ওপরে বর্তমান সরকারের কোনো হাতই ছিল না। ইমরানের বিরুদ্ধে অভিযোগের কোনো জবাব ছিল না। তিনি অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার মাধ্যমে দেশকে জ্বালিয়ে দিয়েছেন। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তার পরই দেশজুড়ে লংমার্চ করে নিজের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা দেখিয়েছেন পিটিআইপ্রধান।
আগাম নির্বাচনের দাবি বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি সফল সমাবেশ করেছেন ইমরান খান। তবে নির্বাচন কমিশনের করা তোশাখানা মামলাসহ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত ৯৪টি মামলা হয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তা আবার স্থগিত করা হয়েছে।
তোশাখানা মামলায় ইতোমধ্যে ইমরান খানকে দুই দফা গ্রেফতারের চেষ্টা হয়েছে। সর্বশেষ শনিবার ইসলামবাদের আদালতে হাজিরা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ওই দিন পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ কেন্দ্র করে শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন আবারও ইমরান খানকে হাজিরা দিতে হবে।