এবিএনএ : কলকাতার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নতুন এক স্লোগান তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইভিএম নয়, ব্যালট চাই। তার প্রশ্ন, উন্নত রাষ্ট্র যুক্তরাষ্ট্র, জাপান বা ইংল্যান্ড, নেদারল্যান্ডসের মতো ইউরোপীয় দেশগুলোসহ বিশ্বের সর্বত্রই যখন ব্যালটে ভোট হয়, তাহলে ভারতে ইভিএম এ ভোট কেন? লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই বিজেপি জানিয়েছিল, তারা এবার তিনশ আসন পেরিয়ে যাবে। সেই ফল মিলে গেছে।
সেই প্রসঙ্গ তুলে এবং আগামীতে পঞ্চায়েত, পুরসভার ভোটগুলোও ব্যালটে করার দাবি জানিয়ে মমতা বলেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন হিস্ট্রি না মিস্ট্রি, আমরা ইভিএম চাই না। আমরা চাই ব্যালটবক্স ফিরে আসুক। আমরা নির্বাচন কমিশনকে বলবো, রাজ্যের প্রত্যেকটি নির্বাচন যেন ব্যালটে হয়। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নতুন জল্পনা। আজ রবিবার সরাসরি বিজেপিকে চ্যালেঞ্জ করে মমতা বলেন, ক্ষমতা থাকলে ব্যালটে নির্বাচন করে দেখাক। তাতেই সব স্পষ্ট হয়ে যাবে।
মূলত লোকসভা নির্বাচনে দেশজুড়ে অবিজেপি দলগুলোর পরাজয় ও বিজেপির বিপুল ভোটে জয়ী হওয়ার প্রসঙ্গে ইভিএম কারসাজিকেই দায়ি করেন মমতা। তারপর থেকেই ইভিএম নয় ব্যালটে নির্বাচন করার দাবিতে সরব হন তৃণমূল নেত্রী ও তার দল তৃণমূল কংগ্রেস।