এবিএনএ : কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং প্রোভিসিপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৩ কর্মকর্তা আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়েরপ্রো-ভিসি ড. শাহিনুর রহমানের পদত্যাগের দাবিতে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের অনুসারী শিক্ষক-কর্মকর্তারা মানববন্ধন কর্মসূচি পালন করতে যান। এ সময় প্রো-ভিসিপন্থী শিক্ষক কর্মকর্তারা কর্মসূচিতে বাধা দেয়। এতে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি থেকে সংঘর্ষে পরিণত হয়। মঙ্গলবার প্রো-ভিসিপন্থী শিক্ষকরা ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। গত কয়েকদিন ধরেই ভিসি ও প্রো-ভিসিপন্থী শিক্ষক কর্মকর্তাদের মধ্যে বিবাদ চলে আসছে।