এবিএনএ: ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার মেদান শহরে পুলিশ সদর দপ্তরের সামনে বোমা হামলা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে এ হামলা হয়। এতে বিস্ফোরণে একজন নিহত হয়েছে বলে ইন্দোনেশিয়া পুলিশের বরাত দিয়ে জানিয়েছে স্ট্রেইট টাইমস।
ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল দেদি প্রাসেতিও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার পার্কিং এলাকার কাছে বিস্ফোরণ ঘটেছে যেখানে লোকজন পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিতে লাইনে দাঁড়ায়। একে আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারী এতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র তাতান দিরসান আতমাজা সাংবাদিকদের জানান, হামলায় পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন।