আন্তর্জাতিকলিড নিউজ

ইকুয়েডরে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩

এবিএনএ : ইকুয়েডরে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১৩ জন হয়েছে। রবিবার দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রিখটার স্কেলে ৭.৮ মাত্রার ভূমিকম্পের পরে এখনো উদ্ধার কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে বিলিয়ন ডলারের বেশি লাগবে। গত সাত দশকে ইকুয়েডরের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ করেন তিনি। এই দুর্যোগটি এমন সময় দেশটিতে আঘাত হানলো যখন জ্বালানি তেল উৎপাদক দেশটি তেলের দাম কমে যাওয়ায় অর্থনৈতিক ভাবে ধুকছে।

এদিকে সোমবার উপকূলীয় শহর মানতা থেকে দুটি মেয়ে, একটি তিন বছর ও একটি নয় মাসের শিশু সহ ছয়জনকে বিধ্বস্ত হোটেলের ধ্বংস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

Share this content:

Related Articles

Back to top button