এবিএনএ : গত ঈদের আলোচিত জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন। মিজানুর রহমানের আরিয়ানের ‘বড় ছেলে’সহ আরও কয়েকটি নাটকে জুটি বেঁধে অভিনয় করে অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই বেশ আলোজিত এ দুই তারকা। মাস খানেকের মধ্যেই নাটকটি ইউটিউবে ৮০ লাখেরও বেশিবার দেখা হয়েছে। তাই নাটকটির জন্য এখনও প্রশংসায় ভাসছেন এ তারকাদ্বয়। ঈদের পর আবারও একসঙ্গে অভিনয়ে ফিরলেন তারা। এটিও মিজানুর রহমান আরিয়ানেরই নাটক। নাম ‘আস্থা’।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। নির্মাতা নিজেই নাটকটির গল্প লিখেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগের দিনের প্রেম ভালোবাসার ভিত অনেক শক্ত ছিল। এ সময়ের প্রেম-ভালোবাসার ভিত যে আগের মতো শক্ত নয়, বেশ খানিকটা দুর্বল- এ দুটো বিষয়ের মধ্যে গল্পে একটা সমন্বয় আনার চেষ্টা করা হয়েছে।’
নাটকে অপূর্ব অভিনয় করেছেন রিয়াদ চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন মিম চরিত্রে। এছাড়া নাটকটিতে বিশেষ চরিত্রে মৌসুমী হামিদ, ইশানা ও আইরিন আফরোজকেও দেখা যাবে।
এ নাটকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আরিয়ানের নির্দেশনায় বেশ কয়েকবছর ধরেই আমার নিয়মিত কাজ করা হচ্ছে। এটা যে আসলে বড় ছেলের সাফল্যের জন্যই আবার অভিনয় করা তেমনটি নয়। স্বাভাবিক নিয়মেই আরিয়ানের নির্দেশনায় মেহজাবিনের সঙ্গে কাজ করছি। তবে বড় ছেলের সাফল্যের পর এটি আমাদের কাছে অন্যরকম কাজ মনে হচ্ছে। আশা করছি আগের সব নাটকের মতোই দর্শকরা এ নাটকটিও গ্রহণ করবেন।’
মেহজাবিন বলেন, ‘এ নাটকের গল্প ভাবনায় নতুনত্ব আছে। সবসময়ের মতোই আমি বেশ আন্তরিকতা নিয়েই কাজটি করেছি। আশাকরি গল্প এবং আমাদের অভিনয় দর্শককে মুগ্ধ করবে।’ আগামী বছরের ভালোবাসা দিবসে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে নির্মাতা জানান।