এবিএনএ: বলিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘মতিচুর চাকনাচুর’ সিনেমাটি। এর আগেই প্রকাশ হলো এই সিনেমার ‘বাত্তি বুঝা দো অর্থাৎ আলো নিভিয়ে দাও’ শিরোনামের একটি গান। এই গানে সানি লিওনের সঙ্গে জমিয়ে নেচেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
সানি লিওনের সঙ্গে এই অভিনেতাকে ভিন্ন আয়োজনে দেখে চমকেছেন অনেকেই। এখানে আরও দেখা গেছে সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টিকেও। ‘বাত্তি বুঝা দো’ গানটির সুর করেছেন রাজমি গুলাটি ৷ গানটি গেয়েছেন রামজি গুলাটি ও জ্যোতিকা। আর গানের ভিডিওটি সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি করেছে। প্রতিনিয়তই গানের ভিউ বেড়ে চলেছে।
দেবমিত্র বিসওয়াল পরিচালিত মতিচুর চাকনাচুর’ সিনেমাটি নির্মিত হয়েছে ভায়াকম ১৮ স্টুডিওসের ব্যানারে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন বিভা চিবার, নবনী পরিহার, বিবেক মিশ্র, করুণা পাণ্ডে প্রমুখ।