বিনোদন

উন্মুক্ত মমতাজের ‘লোকাল বাস’ (ভিডিওসহ)

এ বি এন এ : কিছুদিন আগেই শুটিং শেষ হয়েছিল ফোকসম্রাজ্ঞী মমতাজের নতুন গানের ভিডিও ‘লোকাল বাস’র। শুটিংয়ের সময়ই ব্যাপক আলোচনায় আসে। গতকাল গানটি ইউটিউবে প্রকাশও হয়েছে। এই প্রথম মমতাজের কণ্ঠে র‌্যাপ শোনা গেল। মডেলদের পাশাপাশি মমতাজের উপস্থিতি মিউজিক ভিডিওটিকে করে তুলেছে আরও আকর্ষণীয়। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের লেখা ‘লোকাল বাস’-এর সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।  এর আগে কুদ্দুস বয়াতীর সঙ্গে ‘আসো মামা আসো হে’ গানের সংগীতায়োজনের পাশাপাশি মডেল হিসেবেও ছিলেন তিনি।  আবারও প্রীতমকে মডেল হিসেবে পাওয়া গেলো এই গানে। ‘লোকাল বাস’ গানের ভিডিওর অন্য মডেলরা হলেন টয়া, অদিত, র‌্যাপার শাফায়েত ও সৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button