এবিএনএ : ব্ল্যাক ডায়মন্ডখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন এখন আমেরিকায়। দেশটির ফ্লোরিডায় অনুষ্ঠিত হয়েছে ২৪তম এশিয়ান ট্রেড ফেয়ার। এবারের আয়োজনে সংগীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
প্রতি বছর বাংলাদশ, ভারত ও পাকিস্তানের অংশগ্রহণে এই মেলা যেন ত্রিদেশীয় মিলনমেলায় পরিণত হয়। দু’দিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে (১৯ মার্চ) সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বেবী নাজনীন। অনুষ্ঠানে তিনি গেয়ে শুনিয়েছেন জনপ্রিয় কিছু গান।
এদিকে একই অনুষ্ঠানে ভারতের সারেগামাপা চ্যাম্পিয়ন কুশল পাল ও পাকিস্তানের রায়ান সংগীত পরিবেশন করেন। বেবী নাজনীন এখন নিউ জার্সিতে অবস্থান করছেন। আমেরিকায় আরও কিছু অনুষ্ঠানে অংশ নিয়ে ক’দিন পর দেশে ফিরবেন তিনি।
Share this content: