এবিএনএ : মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের সিনসিনাটির একটি নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ১৬ জনের হতাহতের ঘটনা ঘটে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন।
ওহাইও রাজ্যের সিনসিনাটি পুলিশ বিভাগ জানিয়েছে, রবিবার নাইটক্লাবে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ঐ হামলাকারী।
রবিবার গুলির শব্দ শোনার পর ক্লাব কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। সিনসিনাটি পুলিশ জানায়, এ ঘটনাকে হত্যাকাণ্ড ধরে নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে কাউকে হেফাজতে নেওয়া হয়েছে কি না, তা জানানো হয়নি।
সিনসিনাটি সহকারি পুলিশ প্রধান পল নিওডিগেট বলেন, এটি তদন্ত করতে যথেষ্ঠ সময় দরকার। তবে কাজ চলছে। তবে এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি এ কর্মকর্তা।
আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরে বেলা ২টার দিকে সিনসিনাটি পুলিশের টুইটার অ্যাকাউন্ট থেকে ঘটনাস্থলের ছবি পোস্ট করা হয়েছে।
উল্লেখ্য, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি নাইটক্লাবে এক সন্ত্রাসী হামলার নিহত হন ৪৯ জন, আহত হন ৫৩ জন।
Share this content: