এবিএনএ: প্রজাপতি, তারকাঁটা, সম্রাট খ্যাত পরিচালক নির্মাতা মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘যদি একদিন’। অভিনয় করেছেন তাহসান এবং টলিউড অভিনেত্রী শ্রাবন্তী। মুক্তির আগেই সিনেমাটিকে ঘিরে রয়েছে নানা আলোচনা। এই আলোচনার মধ্যেই ছবির প্রথম গান পারব না আমি ছাড়তে তোকে ইউটিউবে এসেছে গত শনিবার রাতে। দ্বৈতভাবে গানটি গেয়েছেন তাহসান খান ও কোনাল।
প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা পাচ্ছে গানটি। সাড়ে চার মিনিটের এই গানে প্রেম-বিরহের এক অনন্য মিশ্রণ তুলে ধরা হয়েছে। এছাড়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা এবং কন্ঠশিল্পী তাহসানের বড়পর্দায় প্রথমবারের মতো উপস্থিতি দর্শক মনে অন্যরকম সাড়া জাগাচ্ছে। আর নায়িকা শ্রাবন্তীর সঙ্গে তার রসায়ন, সিনেমার টুইস্ট কিংবা ঢাকা অ্যাটাকের সাড়া জাগানো মুখ তাসকিনের উপস্থিতি সব কিছুই সিনেমাটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিচ্ছে। ‘যদি একদিন’ সিনেমায় কাজ প্রসঙ্গে তাহসান গণমাধ্যমকে বলেছেন, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কাজ করে আমি এতটাই তৃপ্ত যে বলে বোঝানো যাবে না। অনেক দিন থেকেই এমন কাজের জন্য অপেক্ষা করছিলাম। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত হয়েছে ‘যদি একদিন’। সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী নভেম্বর মাসে।