জাতীয়বাংলাদেশলিড নিউজ

৬ই জানুয়ারি মন্ত্রীসভা গঠন

এবিএনএ: আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিরা শপথ নেন। এর পর সংসদীয় দলের বৈঠক হয়। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, বিকালে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে মন্ত্রিসভার বিষয়ে  কথা বলবেন  প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় কমিঠির বৈঠকে জনগণের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে বলেছেন। এদিকে বৈঠক থেকে বের হয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত এমপিদের নিজ নিজ এলাকায় থাকতে বলেছেন। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি  অনুযায়ী ভোটারদের খোঁজ খবর নিতে বলেছেন।

Share this content:

Back to top button