বিনোদনলিড নিউজ

‘স্তন নিয়ে প্রশ্ন’, ক্ষেপলেন শার্লিন

এবিএনএ : বলিউডের বিতর্কিত মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া। নানা কারণে থাকেন সংবাদ শিরোনামে। আবারো আলোচনার জন্ম দিলেন দিলেন তিনি। সম্প্রতি কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সহ-প্রতিষ্ঠাতা অনির্বাণ দাস তাকে প্রশ্ন করেছিলেন ‘স্তন আসল না নকল’। আর এতেই ক্ষেপেছেন শার্লিন। গণমাধ্যমে অনির্বাণকে এক হাত নেওয়ার পাশাপাশি তার সাহস নিয়েও প্রশ্ন তোলেন।

এত কিছু হতো না, যদি না মাদক-কাণ্ডে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম জড়াতো। কেননা, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশও কওয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সিতে কাজ করতেন। তাদের মধ্যে বাকবিতণ্ডাও হয়েছিল। এ ছাড়া দীপিকা নাকি তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়েছিলেন, সেই সব সূত্র ধরে অনির্বাণের ওপর ক্ষোভ ঝাড়ছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও শেয়ার করে শার্লিন লিখেছেন- ‘এই ব্যক্তিই কয়েক বছর আগে আমায় জিজ্ঞাসা করেছিল, আমার? কী সাহস অনির্বাণের!’ তিনি আরও লেখেন, ‘গত বছরই অনির্বাণ নামক ওই ব্যক্তি সম্পর্কে মুখ খুলেছিলাম আমি। লজ্জা করে না? ছিঃ! কত বড় সাহস, আমায় জিজ্ঞাসা করছে, আমার স্তন আসল না নকল। শুধু তা-ই নয়, আমায় বার বার ছোঁয়ার চেষ্টাও করছিল ওই ব্যক্তি। নোংরা লোক।’

অনির্বাণের বিরুদ্ধে #মিটু-র অভিযোগ নতুন নয়। ২০১৮ সালে #মিটু নিয়ে যখন বলিউড উত্তাল, ঠিক সেই সময়েই বেশ কয়েক জন অভিনেত্রী অনির্বাণের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন। তাদের অভিযোগের ভিত্তিতে ‘কওয়ান’ বহিষ্কার করে অনির্বাণকে। সম্প্রতি কঙ্গনা রানাউতও তার টুইটারে লেখেন, ‘অনির্বাণ এর আগেও অনেক মহিলাকে ধর্ষণ করেছে। অনেক দিন আগে একটি মেয়ে তার মাকে নিয়ে অনির্বাণের সঙ্গে দেখা করতে যায়। বাইরে মাকে বসিয়ে রেখে মেয়েটিকে ধর্ষণ করে অনির্বাণ। মা পুলিশে অভিযোগও জানিয়েছিলেন। গণমাধ্যমেও তা এসেছিল, কিন্তু আচমকাই সব চুপ হয়ে যায়।’ দীপিকার স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিএলএলআইএফ’র সঙ্গেও একটা সময় ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অনির্বাণের। তার নাম #মিটু কাণ্ডে জড়ানোর পর ‘টিএলএলআইএফ’-ও বিবৃতি দিয়ে অনির্বাণের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে।

Share this content:

Related Articles

Back to top button