এবিএনএ: রবিবারের ভয়াবহ সিরিজ বোমা হামলা ও ২৯০ নিহতের লেশ না কাটতেই আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠলো শ্রীলঙ্কা। সোমবার কলম্বোর সেন্ট এ্যান্থনি চার্চের সামনে থেকে কিছু লোককে দৌড়ে পালাতে দেখা যায় দ্যা গার্ডিয়ানের সাংবাদিক মাইকেল শাফির ধারণ করা একটি ভিডিওতে। সেখানেই তিনি অন্তত একটি বোমা বিস্ফোরণের কথা উল্লেখ করেন।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সোমবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর সেন্ট এ্যান্থনি চার্চের বাইরে মাইকেল শাফির ধারণ করা ওই ভিডিওর বরাত দিয়ে নতুন করে একটি বোমা হামলার তথ্য জানানো হয়। তবে এ সম্পর্কে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, রবিবার এই সেন্ট এ্যান্থনি চার্চে প্রথম দফায় সিরিজ বোমা হামলা হয়। এর আগে, রবিবার শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সময় তিনটি গির্জা, তিনটি অভিজাত হোটেল ও কলম্বোর পার্শ্ববর্তী এলাকায় মোট আট জায়গায় সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে প্রাণ হারান ৩৫ বিদেশি নাগরিকসহ মোট ২৯০ জন। আহত হন অন্তত পাঁচ শতাধিক মানুষ। নিহতদের একজন বাংলাদেশি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।