বিনোদনলিড নিউজ

‘কারিনা আমাকে চুমু খাচ্ছে না’

এবিএনএ: প্রেম থেকে বিয়ে; এরপর তো বেশ বড় একটা সময়ই পার হয়েছে! কিন্তু এখন! তবে কী ভাটা পড়েছে সাইফ আলী খান আর কারিনা কাপুরের সম্পর্কের! মোটেও নয়। অবশ্য সাইফের দাবি অনুযায়ী, বেশ একটা ঝামেলাই হয়ে গেছে! তাকে নাকি চুমু খাওয়াই বন্ধ করে দিয়েছেন নায়িকা! ঘনটা ঠিক তেমনও নয়। এর পেছনে এক ‘যথেষ্ট গুরুত্বপূর্ণ’ কারণও রয়েছে। সে প্রসঙ্গ নিয়েই সদ্য লন্ডন থেকে ছুটি কাটিয়ে ফেরা সাইফ জানিয়েছেন এক তথ্য। আনন্দবাজার পত্রিকা বলছে, লন্ডনে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন সাইফ। সঙ্গে ছিলেন কারিনা এবং ছোট্ট তৈমুর। তার পরই সাংবাদিকদের সামনে এক ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন সাইফ। তার দাবি, করিনা নাকি তাকে চুমু খাওয়া বন্ধ করে দিয়েছেন! শুধু করিনাই নন, এই তালিকায় রয়েছে তৈমুরও।সাইফের কথায়,  আমি নভদীপের পরের ছবিতে এক নাগা সাধুর ভূমিকায় অভিনয় করছি। ফলে দাড়ি, গোঁফ বড় রাখছি। করিনা বলেছে ও এটা পছন্দ করে। কিন্তু নিজেও আমাকে চুমু খাচ্ছে না আর তৈমুরকেও চুমু খেতে দিচ্ছে না। হাসতে হাসতে সাইফ জানিয়েছেন, তৈমুর হাতে চুমু খাচ্ছে। কিন্তু গালে চুমু খেতে বললেই নাকি এড়িয়ে গিয়ে সইফের কপালে চুমু খাচ্ছে!

Share this content:

Related Articles

Back to top button