এ বি এন এ : আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক জঙ্গি-সন্ত্রাসী হামলা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে সভায় আলোচনা হবে। সংসদ নেতা এ বিষয়ে সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। চিফ হুইপ আ স ম ফিরোজ সভায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।