এবিএনএ: খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী বিদ্যমান আইনের ‘বিকৃত’ ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আনিসুল হক আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। শেখ হাসিনা যা শিখিয়ে দিয়েছেন সেই কথাই বলছেন তিনি।’ আইনমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রসঙ্গে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর দক্ষিণের উদ্যোগে একাদশ নির্বাচনের ভোট কারচুপির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘আইনমন্ত্রী এটাতো আপনার নিজের কথা না। আইনের বিধান আছে। কিন্তু শেখ হাসিনা আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আপনি সেই কথাই বলছেন। আপনি আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন।’
আইনমন্ত্রী আনিসুল হকের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, ‘আজকে আর এক ফেরিওয়ালা বেরিয়েছে। আইনের বইয়ে যা লেখা থাক উনি ওটা বলবেন না। তার নাম আনিসুল হক, আইনমন্ত্রী। দেশের বরেণ্য আইনজীবীরা বলছেন, এ লোকটা আইনের অপব্যাখ্যা দিচ্ছেন। আমাদের গণতন্ত্রের মা, যিনি বারবার গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তাকে আজকে অন্যায়ভাবে সাজা দিয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে বন্দি করে এভার কেয়ার হাসপাতালে ফেলে রাখা হয়েছে।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘তার পাকস্থলী থেকে রক্তক্ষরণ হচ্ছে, তার ডাক্তাররা বলেছেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময়ে একটা বড় বিপদ ঘটে যাবে। তারপরেও এত নির্দয় এই প্রধানমন্ত্রী আর তার আইনমন্ত্রী। আইনমন্ত্রী গতকাল বলে দিয়েছেন যে আইনে নেই বিদেশে চিকিৎসা করা। ’
তিনি বলেন, ‘আজকে কেন এ দিবসটি পালন করতে হচ্ছে। তিন/চার বছর আগেতো পালন করিনি। আওয়ামী লীগ প্রতি মুহূর্তে উন্নয়নের কথা বলে। তারা বলে বেড়ায় উড়াল সেতু, ফ্লাইওভার কত কথা। কিন্তু আসল উন্নয়নের কথা বলে না। তারা জোর করে ১২ বছর ক্ষমতায় আছে। এ ১১/১২ বছরে ১১ লাখ কোটি টাকা পাচার হয়েছে। একজন এমপি পাপুল তিনি মানব পাচার করেন। আর একজন মন্ত্রী টাকলা মুরাদ তিনি অশ্রাব্য কথা বলেন। আর আমরা দেখলাম শেখ হাসিনার নেতৃত্বে ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে পাচার হয়ে গেল।’
রিজভী আরও বলেন, ‘গোটা জাতি আজকে তাদের ভোট চোর বলে স্লোগান দিচ্ছে। তারপরও ওরা গলাবাজি করে। যুগ যুগ ধরে প্রচলিত চোরের মায়ের বড় গলা। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেক বর্তমান ও সাবেক কর্মকর্তার নামে নিষেধাজ্ঞা জারি করেছে, ব্যাংকে তাদের টাকা ফ্রিজ করেছে। বাংলাদেশের অনেক টাকা ডলারে পরিণত করে মার্কিন ফেডারেল রিজার্ভে জমা আছে, সেটা ফেরত নিতে বলেছে আমেরিকা। ধিক্কার জানিয়েছে। তারপরও প্রধানমন্ত্রী তাদের গালাগালি করছেন।’ এ সময় বাংলাদেশের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলাসহ সরকারের দমননীতির কঠোর সমালোচনা করেন রিজভী।
ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক লিটন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির শ্যাম ওবায়েদ, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মহানগর উত্তরের আমিনুল হক, যুব দলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মতস্যজীবী দলের আবদুর রহিম,উলামা দলের নজরুল ইসলাম তালুকদার প্রমুখ নেতারা বক্তব্য দেন।