এবিএনএ: অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে দাবানলে ধ্বংস হয়ে গেছে অন্তত ২১টি বাড়ি। শনিবার দেশটির কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে শতাধিক দাবানল দেখা দিয়েছে বলে রয়টার্স জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খরার কারণে শুস্ক পরিস্থিতি এবং কম বৃষ্টিপাতের কারণে দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপন বাহিনীকে বেগ পেতে হচ্ছে।
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্নাসটাসিয়া পালাসজুক জানিয়েছেন, শনিবার ৫১ টি স্থানে আগুন জ্বলছে এবং ১৭ টি বাড়ি ধ্বংস হয়েছে। আবহাওয়া শীতল হওয়া শুরুর পরও আগামী কয়েক দিন আগুনের ছড়িয়ে পড়ার মাত্রা আরও বাড়তে পারে। সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমরা এর থেকে এখনো বের হয়ে আসতে পারি নি। পরিস্থিতি ভয়াবহ রকম শুস্ক।’
অস্ট্রেলিয়ার জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে ৬৫টিরও বেশি ঝোঁপঝাড় ও ঘাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজ্যের গ্রাম্য অগ্নি সেবা বিভাগ (আরএফএস) তিনটি দাবানলের ব্যাপারে সতর্কতা জারি করেছে। এক বিবৃতিতে আরএফএস বলেছে, ‘বাড়িঘর রক্ষায় জটিল পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে পাঁচ শতাধিক অগ্নিনির্বাপন কর্মী কাজ করছেন।’ আরএফএস কমিশনার শ্যান ফিটজসিমন্স জানিয়েছেন, তপ্ত তাপমাত্রা, কম আদ্রতা, শুস্ক পরিস্থিতি ও তীব্র বাতাসের কারণে শুক্রবার আগুন উস্কে দিয়েছে।