এবিএনএ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের কেউ অন্যায় করলে জেলার নেতাদের উচিত তাদের দমন করা বা পুলিশের হাতে তুলে দেওয়া। তিনি বলেন, “অপকর্ম বন্ধ করুন, না হলে আপনাদেরও আওয়ামী লীগের মতো অবস্থা হবে।”
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংযোগে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রতি কঠোর সমালোচনা করে ফখরুল বলেন, “শেখ হাসিনা একজন ফ্যাসিস্ট। জনগণের ওপর এত নির্যাতন করেছেন যে, মানুষ তাকে আর কখনো মেনে নেবে না। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন, কারণ জনগণ পেলে ছিঁড়ে খেত।”
গণসংযোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, “আপনাদের সমর্থনে আমরা আবার সরকার গঠন করতে চাই। তাহলে উন্নয়নমূলক কাজ করে আপনাদের কল্যাণে কাজ করবো।”
খালেদা জিয়ার বার্তা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের নেত্রী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি চান একটি শান্তিপূর্ণ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে।”
তিনি অভিযোগ করেন, বিএনপি সমর্থিত এলাকার উন্নয়ন নিয়ে সরকার বৈষম্য করছে। “এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি শুধু বিএনপি সমর্থনের কারণে। যারা এভাবে বৈষম্য করে, তারা কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্য?” — প্রশ্ন তোলেন ফখরুল।
পরে তিনি ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগে অংশ নেন। সেখানে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
Share this content: