আমেরিকালিড নিউজ

বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনক এর নবগঠিত কমিটির সভা

এবিএনএ : গত ১৯ই জানুয়ারী ২০২০ সন্ধ্যা ৬টায় ল সোসাইটির সাবেক সভাপতি ও প্রতিষঠাতার অফিসে বাংলাদেশ ল’ সোসাইটি ইনক এর নব গঠিত কমিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঁঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এ্যড মো: নাছির উদ্দিন এবং সভার কার্যধারা পরিচালনা করেন সেক্রেটারী আরিফুর রহমান চৌধুরী অন্যানের মধ্য আরো যারা উপস্থিত ছিলেন সহ সভাপতি এ্যড সৈয়দ নজরুল ইসলাম, সহ সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কোষাধক্ষ্য এ্যড মাহবুবর রহমান,প্রচার সম্পাদক এ্যড পর্না ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক এ্যড রুবিনা মান্নান, সাংস্কৃতিক সম্পাদকএ্যড সাহিন খান, কার্যকরী সদস্য এ্যড আব্দুল ওয়াহিদ, কার্যকরী সদস্য এ্যড সিরাজুল হক, এই সভায় সিদ্ধান্ত গৃহিত হয় সকল কার্যকরী সদস্যদের উপষ্হিতিতে সরাসরি ভোটের মাধ্যমে উপদেষ্ঠা নির্বাচন করা হয়। সন্মানিত উপদেষ্ঠাগন হলেন : এটর্নী মঈন চৌধুরী, এটর্নী মাহবুব তালুকদার, এ্যড কাজী সামসুদ্দোহা, এ্যড জামাল উদ্দিন জলি, এ্যড মজিবুর রহমান, বিগত কমিটি নতুন কমিটিকে ব্যাংক হিসাব হস্তান্তর করিয়াছে। অনুষ্ঠান সবার এক্য সিদ্ধান্তে এ পরবর্তিতে অভিষেক অনুষ্ঠান , ইফতার পার্টি ও পিকনিক অনুষ্ঠিত হবে। আরো সিদ্ধান্ত হয় পরবর্তী সভা প্রতি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে।।

Share this content:

Related Articles

Back to top button