বিনোদন

হলিউডের নতুন ম্যাডোনা

এবিএনএ : মডেলিংয়ে নাম লিখিয়েছেন মাইকেল জ্যাকসনের কন্যা প্যারিস জ্যাকসন। সম্প্রতি তিনি প্যারিসে মডেলিংয়ে অংশ নেন। সাদা রঙের পোশাক, লাল রঙের লিপিস্টিকসহ নানা অনুষঙ্গে ক্যামেরার সামনে পোজ দেয়ার সময় তাকে বেশ স্বচ্ছন্দই মনে হয়েছে। আর মডেলিংয়ে নেমেই প্যারিস প্রশংসা পাচ্ছেন ফ্যাশন সেন্সের জন্য।

মার্কিন জনপ্রিয় পপস্টার ম্যাডোনার সঙ্গে প্যারিসের তুলনা এরইমধ্যে শুরু হয়েছে। অনেকেরই দাবি, কিশোরী বয়সে ম্যাডোনা যেমন ছিলেন ১৮ বছর বয়সী প্যারিসকে তেমন লাগছে। মডেলিংয়ের কিছু ছবি প্যারিস নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন। ছবিগুলোতে তাকে সেনার পোশাক পরা কয়েকজন পুরুষ মডেলের সঙ্গে পোজ দিতে দেখা গেছে।

গুঞ্জন উঠেছে, শুধু মডেলিংই নয়, শিগগির অভিনয় শুরু করছেন প্যারিস। এ বিষয়ে তার সব প্রস্তুতি নেয়া হয়েছে। ‘স্টার’ নামে নতুন টেলিভিশন সিরিজের জন্য পরিচালক লি ড্যানিয়েলসের সঙ্গে বৈঠকও করেছেন তিনি।

Share this content:

Back to top button