

এবিএনএ : অহেতুক লাল-নীল বাতি জ্বালিয়ে চমক সৃষ্টি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মন্ত্রী সাহেব আসছেন এই দাপটটা রাস্তা এখন আর সইতে পারবে না। এটি ক্যাবিনেটে উত্থাপন করব। অনেক দেশেই হুটার বন্ধ করে দেয়া হয়েছে। ভিআইপি না হয়েও অনেকে ব্যক্তিগত গাড়িতে হুটার লাগায় জানিয়ে তিনি বলেন, সরকারি নিয়মের আগে হুটার ও লাল-নীল বাতি বন্ধ করা যাবে না।
সচিবালয়ে রোববার ঈদুল ফিতরে গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম পর্যালোচনা এবং ঈদুল আজহার কর্মপরিকল্পনা সংক্রান্ত সভায় মন্ত্রী এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গাড়িতে যেসব হুটার ব্যবহার করা হয় তা একদম ঠিক না, ভারত হুটার বাজানো বন্ধ করে দিয়েছে, ব্যক্তিগতভাবে আমি আমার গাড়িতে হুটার ব্যবহার করি না। অন্যরা করবেন কিনা সরকারি নিয়মের আগে তা জানি না।
তিনি বলেন, হুটার ও লাল-নীল বাতি জ্বালানো বন্ধ করা উচিত। আমরা বন্ধ করব না কেন? লাল-নীল বাতি জ্বালিয়ে দাপট দেখানোর প্রয়োজন নেই।
ঈদে ঘরমুখো ও কর্মস্থলে ফেরার যাত্রা কয়েক বছরের তুলনায় এবার স্বস্তিদায়ক ছিল দাবি করে মন্ত্রী বলেন, মোটামুটি এবার সফলতা শতভাগ দাবি করব না, ৮০ ভাগ অন্তত আমাদের সাফল্য আছে। ২০ ভাগ ব্যর্থতা আছে, অনেক কিছু সাধ্যের বাইরে চলে যায়।
ঢাকার বাইরে মোটরসাইকেল আরোহীরা হেলমেট ব্যবহার করে না জানিয়ে মন্ত্রী বলেন, যারা হেলমেট ব্যবহার করে না বা তিনজন আরোহী নিয়ে চলাচল করে তাদের বেশিরভাগ রাজনৈতিক তরুণ কর্মী। আমাদের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাদের বলা হয়েছে এ বিষয় নিয়ম মেনে চলতে। এ বিষয়টা বলার পর পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে।