আমেরিকাতথ্য প্রযুক্তি

হিলারির প্রচারণায় আইফোনে নতুন গেমিং অ্যাপস!

এ বি এন এ : আইফোনে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি মোবাইল অ্যাপস উন্মুক্ত করেছেন। নতুন এই অ্যাপসটির নাম ‘হিলারি ২০১৬’।

ব্যবহারকারীদের জন্য এই অ্যাপসে কিছু আকর্ষণীয় সুযোগ রয়েছে। ব্যবহারকারীরা এই অ্যাপসে নিজেদের ডিজিটাল হেডকোয়ার্টার খুলতে পারবে এবং এর ডিজাইন ও লেআউট পরিবর্তন করতে পারবে। গেমিং কনসেপ্টের আদলে এই অ্যাপস তৈরি করা হয়েছে।

অ্যাপস হলেও এতে সত্যিকারের পুরষ্কার অর্জনের সুযোগও রয়েছে। অ্যাপসটিতে ব্যবহারকারীরা একে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ভার্চুয়াল এবং বাস্তব উভয় পুরুস্কার লাভ করবে। বাস্তব পুরুস্কার হিসেবে এতে রয়েছে হিলারির সাইন করা বিভিন্ন স্মারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button