খেলাধুলা

২৩ বছর পর মোহামেডানের ঐতিহাসিক শিরোপা জয়, ঘরোয়া ফুটবলে ফিরল সোনালি দিন

আবাহনীর হারে নিশ্চিত হলো মোহামেডানের প্রিমিয়ার লিগ জয়, ২০০২ সালের পর প্রথম শিরোপা উৎসবে ভাসছে সাদা-কালো শিবির

এবিএনএ: দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর মোহামেডান স্পোর্টিং ক্লাব আবারও জয় উদযাপন করছে দেশের শীর্ষ ফুটবল মঞ্চে। ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ঐতিহ্যবাহী সাদা-কালোরা।

শনিবার কুমিল্লায় অনুষ্ঠিত ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে ২-ব্যবধানে হেরে যায় আবাহনী লিমিটেড। এই পরাজয়ের ফলে মোহামেডান তিনটি ম্যাচ হাতে রেখেই পয়েন্ট টেবিলে এমন অবস্থানে পৌঁছে যায়, যেখান থেকে আর কোনো দল তাদের টপকাতে পারবে না।

২০০৭ সালে দেশের ফুটবলে পেশাদার লিগের সূচনা হলেও মোহামেডান কখনোই এই লিগে শিরোপা ছুঁতে পারেনি। মাঝে ফেডারেশন কাপ স্বাধীনতা কাপ জিতলেও লিগ ট্রফি ছিল অধরা। এবার সেই হতাশার চক্র ভেঙে ২০০২ সালের পর আবারও ঘরোয়া লিগের শ্রেষ্ঠত্ব দখলে নিলো তারা।

এখন পর্যন্ত খেলা ১৫ ম্যাচে মোহামেডানের ঝুলিতে আছে ৩৮ পয়েন্ট। সমান ম্যাচে আবাহনীর অর্জন ২৮ পয়েন্ট। ফলে শেষ তিন ম্যাচে মোহামেডান হারলেও, শিরোপা নিশ্চিত তাদেরই।

আবাহনীর হারের খবর ছড়িয়ে পড়তেই ঢাকার মোহামেডান ক্লাব ভবনে শুরু হয় উদ্দাম উদযাপন। খেলোয়াড়, কর্মকর্তারা আনন্দে ভাসেন ঐতিহাসিক অর্জনের আনন্দে। সাদা-কালো পতাকায় আবারও উড়ল ফুটবল গৌরবের গল্প।

Back to top button