জাতীয়বাংলাদেশলিড নিউজ

সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি সরানো সম্পন্ন

এবিএনএ : সুপ্রিম কোর্টের ভাস্কর্যটি সরানো সম্পন্ন হলো। আলোচিত ভাস্কর্যটি সরানোর কাজ শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাতে। রাত সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের বন্ধ ফটকের বাইরে থেকে বেশ কয়েকজন শ্রমিককে ভাস্কর্যটি অপসারণের কাজে নিয়োজিত দেখা যায়। ভাস্কর্যটির শিল্পী মৃণাল হকও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিস’র আদলে একটি ভাস্কর্য কয়েক মাস আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়।

ধর্মীয় সংগঠনগুলোর দাবির মুখে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেওয়া হল ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যটি।

Share this content:

Back to top button