এবিএনএ : সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে নিজের আরেকটি ছবি পোস্ট করে সমালোচকদের জবাব দিলেন মোহাম্মদ শামি। ভারতের এ পেসার কয়েকদিন আগে কঠোর সমালোচনায় পড়েন। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে একটি ছবি তুলে তা ফেসবুক পেজে পোস্ট করেন। ছবিতে হাসিনের দুই বাহু, কাঁধ ও গলার নিচে অনেক খানিক জায়গা ফাঁকা ছিল। এতে তার ওপর চটে মুসলিম সমর্থকরা। স্ত্রীকে হিজাব না পরিয়ে ‘অনৈসলামিক’ ও ‘খোলমেলা’ পোশাক পরা এমন ছবি পোস্ট করা একজন মুসলিম হিসেবে তার ঠিক হয়নি বলে অনেকে মন্তব্য করেন। কারো কারো মন্তব্য ছিল বেশ কঠোর। তখনই সমালোচকদের জবাব দেন মোহাম্মদ শামি। সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘সবাই যা চায় তা পায় না। যাদের ভাগ্য ভাল তারাই পায়। তারা আমার স্ত্রী ও কন্যা। তাদের নিয়ে আমি কী করবো তা আমি জানি।’ ওই সময় শামির পাশে দাঁড়ান তার বাবা তৌসিফ শামি। ওইসব সমালোচকদের ফের জবাব দিলেন মোহাম্মদ শামি। এবার স্ত্রীর সঙ্গে নিজের আরেকটি ছবি তুলে টুইটারে পোস্ট করে সবাইকে গ্রেগরিয়ান নতুন বছরের শুভেচ্ছা জানালেন তিনি। ছবিতে তার স্ত্রীর হাত ও পিঠের অনেক অংশ ফাঁকা। নতুন এ ছবি পোস্ট করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সঙ্গে একটি কবিতাও লিখে দিয়েছেন শামি। এই ছবি পোস্ট করার পর তার পক্ষে-বিপক্ষে নানা মতামতে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম। অনেক সমালোচক ফের এই ছবি পোস্ট করাকে শামির ‘বাড়াবাড়ি’ বলে মনে করছেন।