এ বি এন এ : সৌদি আরব সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনের যুদ্ধ- বিষয়ে আলোচনা করবেন কেরি।
কেরি রোববার জেদ্দায় সৌদি বাদশাহ সালমান এর সঙ্গে সাক্ষাৎ করবেন। একটি কঠিন সময়ে কেরি দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন যখন দেশগুলো সংঘাত আর যুদ্ধে লিপ্ত।
রোববার কেরি সৌদি সফর শেষে ভিয়েনার উদ্দেশে রওনা করবেন। সেখানে তিনি লিবিয়া এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী এবং পরে সিরিয়া ও রাশিয়ার রাষ্ট্র প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পর তিনি ব্রাসেলসে ন্যাটোর একটি আলোচনায় যোগ দেবেন। পরে কেরির এশিয়ায় সফর করার কথা। আর সেখান থেকে তিনি ভিয়েতনামে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করবেন।