এ বি এন এ : মালদ্বীপের বিপক্ষে প্রীতিম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করছেন বেলিজিয়ান কোচ টম সেইন্টফিট। এশিয়ান কাপ কোয়ালিফাইয়ার প্লে-অফের প্রস্তুতি হিসেবে মালেতে এই ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।
টাইগাররা ৬ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে খেলতে নামবে। এরপর ১০ সেপ্টেম্বর ফিরতি ম্যাচ হবে ঢাকায়। এশিয়ান কাপে খেলতে হলে দুটি ম্যাচে জয়ের বিকল্প নেই।
২২ জুলাই মামুনুলদের দায়িত্ব নেন সেইন্টফিট। এরপর ক্যাম্প শেষ করে নবজাতক সন্তানকে দেখতে বেলজিয়াম গেছেন। সেখান থেকে সরাসরি মালেতে পৌঁছবেন।
মালদ্বীপ-বাংলাদেশ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১১ বার। যার মধ্যে ৫টি ড্র হয়েছে। আর প্রত্যেকে জয় পেয়েছে তিনটি করে।
দ্বীপ দেশের ছেলেরা সর্বশেষ দুইবারের দেখায় বড় জয় পেয়েছে। ২০১১ সালে কেরালায় সাফ চ্যাম্পিয়নশিপে জেতার পর ২০১৫ সালে দিল্লিতেও জয় পায় তারা। দুটি ম্যাচই শেষ হয় ৩-১ গোলে।