এবিএনএ : সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০১৭-২০১৮ অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ মার্চ। দুইদিন ব্যাপী এই নির্বাচনের ভোট গ্রহণ হবে সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটি ভোট গ্রহণের জন্য এই দিন ধার্য করে দিয়েছে। একইসঙ্গে তফসিল ঘোষণা করেছে কমিটি।
তফসিল অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত মনোয়নপত্র দাখিল, ১১ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দিন ধার্য করা হয়েছে ১৪ মার্চ।
সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউর জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা সাব কমিটি গঠন করা হয়েছে।