এবিএনএ: সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ৩ জন মাটিচাপা পড়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের লোকজন। যোগ দিয়েছে সেনাবাহিনীও। স্থানীয়রা জানিয়েছেন- নগরীর চামেলীবাগ আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে মানুষ। আজ ভোররাত থেকে টানা বৃষ্টির কারণে ওই এলাকার একটি টিলা ধসে পাদদেশে থাকা দুটি পরিবারের ঘরে ওপর পড়ে। এ সময় আশপাশের লোকজন এসে একটি পরিবারের তিন জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে টিলার মাটির নিচে চাপা পড়েছেন আব্দুল করিম, তার স্ত্রী রোজি বেগম ও দুই বছরের ছেলে তানিজ উদ্দিন।
এদিকে, দুঘর্টনার খবর পেয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়র জানিয়েছেন, টিলা ধসে পাদদেশে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।