এবিএনএ : মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৭২০ আটলান্টিক এভিনিউ আটলান্টিক সিটি, নিউজার্সি- ০৮৪০১, রাত ১২টা ১ মিনিটে সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের পক্ষে যথাযোগ্য মযার্দায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে । ১৯৫২ সালের এই দিনে গোটা বিশ্বকে অবাক করে মায়ের ভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এদেশের সালাম, সফিক, রফিক, জব্বার, বরকতসহ আরো নাম না জানা অনেক সূর্য সন্তানরা। তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগেই আমরা পেয়েছি অমৃতসম মায়ের ভাষা, প্রণের ভাষা, গানের ভাষা, আবেগের ভাষা, বাংলা ভাষা। এই দিবসে উপলক্ষে সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে নানা কমর্সূচী পালন করার উদ্যেগ নেওয়া হয়। উক্ত আয়োজনে বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসী সকলকে অংশগ্রহনের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুত কমিটিতে আসেন আহবায়ক আমেরিকা বাংলাদেশ নিউজ এজেন্সী (এবিএনএ)’ র চেয়ারম্যান ও এডিটর ইন চিফ শেখ শওকত আলী শিমুল, সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব, সাধারন সম্পাদক জসীম উদ্দিন, যুগ্ন আহবায়ক রওশন উদ্দিন, সদস্য সচিব ফরহাদ সিদ্দীক, যুগ্ন সদস্য সচিব রবিউল হোসেন মাছুম ।